অখন্ড বাংলার ইতিহাস, সাহিত্য ও লোকসংস্কৃতির শিকড় সন্ধানে
দুর্গায় দুর্গা ২০১৯
বনেদির বনেদিয়ানা ও Rotaract Club of Kasba Cultural Heritage-এর উদ্যোগে ‘দুর্গায় দুর্গা’ ২০১৯ ই-পত্রিকা।
[pdf id=7891]
Donate Us
কৌলাল, তার অস্তিত্বকে সুদূরপ্রসারী করার উদ্দেশ্যে, নিজস্ব তথ্যভান্ডার (Data Center) ও মহাফেজ (Archive) তৈরীর উদ্যোগ নিয়েছে। এই সিদ্ধান্ত কৌলাল-এর লেখক-ক্ষেত্রসমীক্ষকদের পরিশ্রমের ফসল অসদুপায়ে পুনরোৎপাদন বন্ধ করবে, যা লেখক-ক্ষেত্রসমীক্ষকদের কঠোর পরিশ্রম করে লেখা সুরক্ষিত রাখবে। আপনিও এই উদ্যোগে সামিল হন, সাহায্য করুন আপনার সামর্থ্য মতো।