তেনকাশী – অনাহত চক্রের অধীশ্বর কাশী বিশ্বনাথের দক্ষিণকাশী ১ ।তামিলনাড়ুর তেনকাশী (তেন = দক্ষিণ) নিয়ে লিখছেন– আশিস কুমার চট্টোপাধ্যায়।
Tag: তামিলনাড়ু
একাম্বরেশ্বর : প্রথম পঞ্চভূত লিঙ্গম — ক্ষিতি/ পৃথ্বী লিঙ্গম
পঞ্চভূতলিঙ্গমের প্রথম লিঙ্গ ক্ষিতি/ পৃথ্বী লিঙ্গম একাম্বরেশ্বর। সুপ্রাচীন এই মন্দিরটি তামিলনাড়ুর কাঞ্চীপুরম শহরে অবস্থিত। ক্লাসিকাল তামিল “সঙ্গম” সাহিত্যে খৃষ্টপূর্ব ৩০০ সালেই এই মন্দিরটির উল্লেখ আছে। বর্তমান মন্দিরটির অস্তিত্বের প্রমাণ অন্ততঃ ৬০০ খ্রীষ্টাব্দ থেকে পাওয়া যায়। প্রথম মন্দিরটি বানান “পল্লব” রাজারা। পরে খ্রীষ্টীয় ৯ম শতাব্দিতে চোল রাজারা পুরোনো মন্দিরের জায়গায় নতুন মন্দির বানান। আদি শঙ্করাচার্য এই মন্দিরের নবরূপায়ণে জড়িত ছিলেন বলে জানা যায়। ১৫শ শতাব্দিতে বিজয়নগরের রাজারা এই মন্দিরের উন্নতিকল্পে বহু অর্থ দান করেন। যদিও পরবর্তিকালে চেন্নাইয়ে দ্বিতীয় একটি একাম্বরেশ্বর মন্দির নির্মিত হয়, আমরা ক্ষিতি/পৃথ্বী লিঙ্গ বলতে কাঞ্চীপুরমের প্রাচীন একাম্বরেশ্বরকেই বুঝবো। লিখছেন -আশিস কুমার চট্টোপাধ্যায়।