সপ্তগ্রাম এক বিখ্যাত বৈষ্ণব তীর্থ হিসাবে বহু আগে থেকেই প্রসিদ্ধ ছিল। এখানে দ্বাদশগোপালের অন্যতম সুবাহু নামের গোপাল শ্রীমদ উদ্ধারণ দত্ত ঠাকুরের শ্রীপাট অবস্থিত। তাঁর প্রকৃত নাম দিবাকর। ১৪৮১ খ্রিস্টাব্দে তিনি সপ্তগ্রামে জন্মগ্রহণ করেন। লিখছেন –শুভদীপ সিনহা।