পূর্ববঙ্গের প্রায় প্রতিটি অঞ্চলে অগ্রায়ণ মাসের প্রতি রবিবার সন্ধ্যায় মূলত অবিবাহিত মেয়ের বিবাহ কামনায় নাটাই চণ্ডী বা নাটাই মঙ্গলচণ্ডী পুজো করা হয় । মেয়ের বিয়ে হয়ে গেলে সাধারণত আর ব্রতটি করার প্রচলন নেই ।তবে কিছু কিছু জাতির নারীদের মধ্যে আজীবন এই ব্রত করতে দেখা যায় । লিখছেন–ময়ূখ ভৌমিক।