ম্যাকলাস্কিগঞ্জ- বড়দিন ও কিটি মেমসাবের করুণ কিস্যা।এখানে দাঁড়িয়ে থাকা বিশাল বিশাল পরিত্যক্ত ইংলিশ কটেজগুলি , কিছু তার নাম মাত্র মূল্যে হাতবদল হয়েছে, বেশীর ভাগ কেয়ারটেকার নামক জবরদখলকারীদের হাতে। আর আছেন কিটি মেমসাবের মতন হাতগুনতি কয়েকজন এঙ্গলো অধিবাসী ও তাঁদের পরিবার। লিখছেন–ডা.তিলক পুরকায়স্থ।